মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজশাহী-৩ এর সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৬ অক্টোবর) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৫ আগস্ট থেকে আসাদুজ্জামান আসাদ পলাতক ছিলেন।
তিনি জানান, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়ের করা মামলায় রাজশাহী-৩ এর সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার হওয়া আসামিকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রিন্ট করুন
Discussion about this post