মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাগমারা উপজেলা ফুটবল দল।
শনিবার (১২ জুলাই) মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাগমারা উপজেলা ফুটবল দল ৩-০ গোলের ব্যবধানে তানোর উপেজলা ফুটবল দলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের পক্ষে শিমুল, রাকিবুল ও আবু রায়হান ১টি করে গোল করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পা, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল ইসলাম, তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান,জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, টুর্নামেন্ট আয়োজক ও বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ তৌফিকুর রহমান রতন, মোহনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজা, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম-সম্পাদক মোঃ মাহমুদ আলম বাবু, সদস্য মোঃ সাইফুল ইসলাম কালু, মোহনপুর থানার অফিসার ইনচার্জ ও সিনিয়র সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।

Discussion about this post