Print Date & Time : 23 August 2025 Saturday 1:17 am

রাজশাহী থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালু

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহী থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে করে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৬ টা ১০ মিনিটে প্রথমে ৫৬৩ আপ লোকাল ট্রেন রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর সকাল ৮ টা ৫ মিনিটে মহানন্দা এক্সপ্রস মেইল ট্রেন রাজশাহী থেকে খুলনা ছেড়ে গিয়েছে।

এদিকে ১৫ আগস্ট বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন। অন্যদিকে, সোমবার থেকে রাজশাহীতে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

পশ্চিম রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, রাজশাহীতে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন যাতায়াত করছে এবং রেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।