রাজশাহীতে বিভিন্ন মামলায় গ্রেফতার বিএনপি নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানানো হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, রাজশাহী মহানগর ও জেলা শান্তির নগরী।
বিএনপি’র গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ নেতাকর্মীদের গ্রেফতার করে মামলা দিচ্ছে। সব মামলা ভুয়া ও বানোয়াট।
তিনি বলেন, আমরা রাজশাহী মহানগর ও জেলার গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি করছি এবং একই সাথে সকল মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, ২৮ অক্টোবরের পর থেকে ১৩০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী নগরীর বিভিন্ন থানায় নতুন ও পুরনো মিলিয়ে ৪০ টি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বন বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ঈশা প্রমুখ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ নভেম্বর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post