ভেড়ামারায় কৃষি মেলা উদ্বোধন কালে কুষ্টিয়া-২ এর সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, হাতে রক্তের দাগ, পিঠে দূর্নীতির চাপ আর পকেটে রাজাকার জঙ্গি খুনীদের নিয়ে বিএনপি জামাত বৈশ্বিক সংকটের সময় দেশকে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে।
ভেড়ামারা উপজেলা কৃষি কার্যালয় কর্তৃক বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ (তিন) দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন। ভেড়ামারার ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া সিটু। ভেড়ামারা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা। সাধারণ সম্পাদক এস এম আনছার আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শায়খুল ইসলাম।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৪ ফেব্রুয়ারী ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post