নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া সদর উপজেলাধীন ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়াগ্রামে প্রকাশ্য আনিচুর রহমান বকুলকে গত ১৩ তারিখ রাতে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও করেছে ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া এলাকাবাসী।
শুক্রবার সকাল ১০ থেকে ১ঘন্টা ব্যাপী হাতিয়া গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন নিহতদের আত্নীয় স্বজন ও হাতিয়া গ্রামবাসী।
নিহত আনিচুর রহমান বকুলের ছোট ছেলে উজ্জ্বল বিশ্বাস সাংবাদিকদের বলেন নিহতের ঘটনায় ৩১ জনের নামে মামলা দায়ের করেছি এর মধ্যে সিপন ও টুটুলকে আটক করেছে র্যাব ও লিটন, সম্রাট,হাফিজুল,হালিম,বেল্টুকে আটক করেছে ইবি থানা পুলিশ,বাকি আসামী গুলো এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছে।তারা বিভিন্নভাবে আমাদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।
এ সময় বক্তারা এই বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান। সেই সঙ্গে এ ধরনের ন্যাক্কার জনক ঘটনা যেন আর না ঘটে তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। নিহত আনিচুর রহমান বকুলের মেয়ে তার বাবার রক্তমাখা পোশাক নিয়ে কাঁন্নায় ভেঙ্গে পরেন।তিনি বলেন বাবা হারানোর যন্ত্রনা সেই বুঝে যে বাবা হারিয়েছে।আমি আমার বাবার হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের ফাসী চাই।
মানববন্ধনে উপস্থিথ সাধারণ মানুষগুলো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে তারা বলেন, বকুল হত্যাকান্ডের প্রধান আসামী শিপন এলাকার সন্রাসীদের গডফাদার ঝাউদিয়ে ইউনিয়নে ১০২ হত্যাকান্ডের ঘটনায় শিপন জড়িত রয়েছে।দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান প্রশাসনকে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ মে ২০২৪