Print Date & Time : 22 August 2025 Friday 11:16 am

রামগঞ্জে ব্যবসায়িদের মাঝে ডাষ্টবিন বিতরণ

মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকেঃ

সোনাপুর ও মৌলভী বাজার ব্যবসায়ীদের মাঝে রামগঞ্জ পৌরসভার অর্থায়নে অর্ধশতাধিক ডাস্টবিন বিতরণ করা হয়।

আজ উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান সোনাপুর বাজারের ব্যবসায়ী অপূর্ব কুমার সাহা ও মৌলভী বাজারের ব্যবসায়ী রাজন ও মাসুম বিল্লাহর কাছে ২০টি বড় আকারের ডাস্টবিন বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সার্বিক তত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ ও রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ ফারুক। প্রধান অতিথি জানান, পৌরসভার পক্ষ থেকে পর্যায়ক্রমে পুরো এলাকায় প্রায় ৪হাজার ছোট বড় ডাষ্টবিন বিতরণ করা হবে।

রামগঞ্জ-মৌলভী বাজার ও সোনাপুর বাজারের ব্যবসায়ীরা রামগঞ্জ শহরবাসীকে অভিশাপ মুক্ত করতে রামগঞ্জ বিরেন্দ্র খাল পরিস্কারের উদ্যোগ গ্রহণ করেন।

রামগঞ্জ উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলামের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশের সার্বিক তত্বাবধানে খাল পরিস্কার কার্যক্রমে নেমে পড়ে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সদস্যরাসহ সমেষপুর ছাত্র ফোরাম ও সবুজ বাংলাদেশ লক্ষ্মীপুর। পরিস্কারকৃত খালটিতে যেন অসচেতন লোকজন ময়লা আবর্জনা ফেলে আবারও ময়লার ভাগাড়ে পরিনত না করে সে লক্ষে রামগঞ্জ পৌরসভা থেকে নেয়া হয় বিভিন্ন পরিকল্পনা।