Print Date & Time : 14 September 2025 Sunday 12:17 am

রামগঞ্জে ৭ গরু চোর গ্রেপ্তার


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আকারতমা গ্রামের খামারির গোয়াল থেকে শনিবার (২২ জুলাই) রাতের আধারে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় সাতজন গরু চোরকে আটক করে রামগঞ্জ থানা পুল

রবিবার দিবাগত রাতে কুমিল্লার দেবিদ্ধার থানা এলাকা হইতে পিকআপ গাড়ি সহ ৭ আন্তজেলা চোর দলের সদস্যকে করে গ্রেপ্তার করে এবং চুরির করা ৩টি গরু ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলো, নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকির গ্রামের মৃত অজি উল্লার ছেলে নিজাম উদ্দিন (৪৪), হাতিয়ার উপজেলার আলামিন গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে মোঃ সোহেল হাওলাদার (২৯), ভোলা জেলার চরপেশন উপজেলার তালতলি গ্রামের শাহাজানের ছেলে মোঃ শাহিন (২৫), চাঁদপুরের জেলার হাজীগঞ্জ উপজেলার সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মহিউদ্দিন (২৫), নোয়াখালীর সুধারাম উপজেলার বাংলা বাজার গ্রামের নুর হাদীর ছেলে মোঃ জসিম উদ্দিন (৪৪), নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী গ্রামের সুলতান আহমদ এর ছেলে মোঃ খোকন (২৬), নোয়াখালী সুদারাম উপজেলার চরবক্তি গ্রামের মোঃ গিয়াস উদ্দিন এর ছেলে মোঃ সুমন(২৭)।

এবিষয়ে রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে দীর্ঘদিন যাবৎ এরা দেশের বিভিন্ন অঞ্চলে পিকাপ গাড়ীযোগে ছাগলসহ বিভিন্ন গবাদিপশু চুরি করে আসছিল। আমরা তিনটি গরু ও খামারী আলমগীরের ব্যবহৃত মোটরসাইকেল এবং পিকআপ গাড়ি ও চোর চক্রের সাত সদস্যকে আটক করেছি।

দৈনিক দেশতথ্য//এস//