রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে সরকারি সার্জারি উপকরণ চুরির সময় দুই জনকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে রামেক হাসপাতালের অর্থোপেডিক সার্জারির অপারেশন থিয়েটার থেকে ওই উপকরণ পাচার করে হাসপাতালের বাইরে নিয়ে যাচ্ছিলো আসামিরা।
গ্রেফতারকৃতরা হলো- নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার মৃত হাসান আলী সুজনের স্ত্রী শরিফা খাতুন (২৭) এবং হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী কামরুজ্জামান রনি। রনি হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মচারী।
জানা যায়, হাসপাতালের অর্থোপেডিক সার্জারির অপারেশন থিয়েটার থেকে ওই উপকরণ পাচার করে হাসপাতালের বাইরে নিয়ে যায় শরিফা খাতুন (২৭ ) নামের ওই নারী। এসময় দায়িত্বরত আনসার পিসি মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম ওই নারীকে আটক করে। পরে হাসপাতাল পরিচালকের জিজ্ঞাসাবাদে চোরচক্রের আরেক সদস্য কামরুজ্জামান রনির কাছ থেকে মালামালগুলো নিয়ে যাচ্ছিলেন বলে জানান শরিফা। পরে কামরুজ্জামানকেও আটক করা হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, একটি সক্রিয় চক্র হাসপাতালের ওষুধ ও সরঞ্জামাদি চুরি করে নিয়ে যাচ্ছে। বিষয়টি জানার পর রামেক হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করা হয়েছে। এরইমধ্যে কামারুজ্জামান রনি বহিরাগত শরিফাকে রোগী সাজিয়ে নিয়ে এসে মালামাল পাচার করছিলো। এসময় হাতেনাতে ধরা হয়। তাদের দুইজনকেই পুলিশে সোপর্দ করা হয়েছে। মামলাও হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুকুল হোসেন জানান, হাসপাতাল পরিচালকের নির্দেশে আসামীদের গ্রেফতার করে থানায় পাঠানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//