রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আক্রান্ত ওই নারীর নাম রওশন আরা বেগম (৪৫)। তার বাড়ি চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামে। তিনি স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফএম শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তিনি স্থানীয়ভাবে আক্রান্ত ছিলেন। এনিয়ে হাসপাতালে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হলো।
হাসপাতাল পরিচালক বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। এর মধ্যে স্থানীয় ১৯৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৪৫ জন। সুস্থ হয়েছেন ৪১ জন।
বুধবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালে এবছর চিকিৎসা নিয়েছে ২ হাজার ৭৫২ জন। এদের মধ্যে স্থানীয় রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৭৩২ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩৮ জন। মারা গেছেন ১৬ জন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post