মোঃ খায়রুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতাঃ নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার হওয়া হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
গতকাল সোমবার টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট(ঘাটাইল-বাসাইল) আমলী আদালতের বিচারক ফারজানা হাসনাত দুই পক্ষের শুনানী শেষে ওই রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহম্মেদ জানান, সোমবার সকালে টাঙ্গাইল কারাগার থেকে হেকমত সিকদারকে আদালতে আনা হয়। রিমান্ড মঞ্জুরের পর তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে সিআইডি’র সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিবে।
টাঙ্গাইল সিআইডি’র পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমান আকন্দ জানান, হেকমত সিকদারকে গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করেন। সোমবার দুই পক্ষের শুনানি শেষে বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//