Print Date & Time : 25 August 2025 Monday 10:01 am

রুশ বাহিনী ১১ মেয়রকে অপহরণ করেছে : ইউক্রেন


আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের ১১ জন মেয়রকে রুশ বাহিনী অপহরণ করেছে বলে দাবি করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।

রোববার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ দাবি করেন তিনি।

ইরিনা ভেরেশচুক বলেন, আজ অবধি কিয়েভ, খেরসন, খারকিভ, জাপোরিঝজিয়া, মাইকোলাইভ এবং দোনেৎস্ক অঞ্চলের ১১ মেয়রকে বন্দি করা হয়েছে।

তিনি বলেন, আমরা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি), জাতিসংঘ এবং সম্ভাব্য সকল সংস্থাকে জানাচ্ছি-অন্য বেসামরিক নাগরিকদের জন্য তারা নিখোঁজ হয়েছেন।

তাদের ফিরে পেতে সবাইকে ক্ষমতার সবকিছু করতে হবে বলেও মন্তব্য করেন ইরিনা ভেরেশচুক।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী জানান, কিয়েভের পশ্চিমে মতিজিন গ্রামের প্রধান (মেয়র) ওলগা সুখেনকো ও তার স্বামী রাশিয়ান সৈন্যদের হাতে বন্দি অবস্থায় নিহত হয়েছেন।

গত ২৬ মার্চ প্রসিকিউটররা তাদের অপহরণের কথা জানিয়েছিল।

রাশিয়ার অধিকৃত অঞ্চলে বেশ কয়েকজন মেয়রকে অপহরণের ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

এদিকে, চেরনিহিভ, খারকিভ ও কিয়েভের দখলকৃত এলাকায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রুশ বাহিনীর সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের বেশ কয়েকটি ঘটনা নথিভুক্ত করেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

রাশিয়ার সৈন্যরা হত্যা, ধর্ষণ ও লুটপাটের সঙ্গে জড়িত বলে জানায় মানবাধিকার সংগঠনটি।

সূত্র : এএফপি

দৈনিক দেশতথ্য//এল//