Print Date & Time : 22 August 2025 Friday 12:58 pm

রুহুল আমিন গাজী’র রোগমুক্তি কামনা দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি, দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার  বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী’র  রোগমুক্তি ও সুস্থতা কামনায়  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন- কেইউজে’র (রেজিঃ নং ২০৬৯) আয়োজনে  ঈদগাহ পাড়ায় জামিউল উলুম মাদ্রাসায়  বাদ আছর এ দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে’র সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন – বিএফইউজে’র   নির্বাহী সদস্য  আব্দুর রাজ্জাক বাচ্চু,  পরিচালনা করেন  সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপু ।  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উক্ত মাদ্রাসার মুহতামিম হাফেজ মাহবুব হাসান।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন- কেইউজে’র যুগ্ম  সাধারণ সম্পাদক এম এ জিহাদ, কোষাধক্ষ্য এনামুল হক, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমান, নির্বাহি সদস্য হায়দার আলী।

আলোচনায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী তিনি একজন অভিসংবাদিক নেতা। সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন। দীর্ঘদিন কারাবরণ করেছেন। তিনি কিডনিজনিত রোগ সহ নানান জটিল রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ রয়েছে। মহান রাব্বুল আলামিনের নিকট এটাই প্রার্থনা যে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে দ্রুত সেফা ও সুস্থতা দান করুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন – কেইউজে’র সদস্য  আব্দুল মুনিব, মজিবুল শেখ, খন্দকার তুহিন আহমেদ,  কাজি সাইফুল, সালাউদ্দিন মেজর, সাইফুল ইসলামসহ জেলার কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।

টি//দৈনিক দেশতথ্য//২৩ সেপ্টম্বর,২০২৪//