Print Date & Time : 28 August 2025 Thursday 2:19 pm

রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে দু’ সহোদরের মৃত্যু

খুলনার রূপসায় ফসলি জমিতে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দু’ সহোদরের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ আগস্ট) রাত১১টার দিকে উপজেলার আনন্দনগর গ্রামের একটি সবজি ক্ষেতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোদাচ্ছের শেখ ও ইকবাল শেখ আনন্দনগর গ্রামের মৃত সরোয়ার শেখের ছেলে ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শা‌হিন বলেন, আনন্দনগরে
এক‌টি সব‌জি ক্ষেতে ইঁদুরের উৎপাত বন্ধে ক্যাবলের মাধ্যমে বৈদ্যুতিক
সংযোগ দেওয়া ছিল। নিহত ওই দু’ সহোদর অসাবধানতাবশত যাতায়াতের সময় তা‌রে
(ক্যাবল) লেগে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে ঘটনাস্থলেই নিহত হন।

সর্বশেষ দু’ সহোদরের মর্মান্তিক মৃত্যুতে স্মজনসহ এলাকাবাসীর মাঝে শোকের
ছায়া নেমে এসেছে।

দৈনিক দেশতথ্য//এইচ/