শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় সড়ক দুর্ঘটনায় সুমি পাল(১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে রূপসা উপজেলার আলাইপুর ব্রীজের ওপরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী উপজেলার পিঠাভোগ ইউনিয়নের বাসিন্দা বিশ্বজিত পালের মেয়ে ও রূপসা বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী।
রূপসা থানার এস আই মোঃ তারেক জানান, সুমি পাল রূপসা বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী। সকালে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় সে। সকাল সাড়ে ১০ টার দিকে হেটেই আলাইপুর ব্রীজ পার হচ্ছিল সে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রলি ধাক্কা দিলে রাস্তার ওপরে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রলি ও চালক ইয়ামিন শেখকে আটক করেছে পুলিশ।
রূপসা থানার অফিসার ইনচার্জ, (ওসি) মোশারেফ হোসেন জানান, সকাল সাড়ে ১০ টার দিকে একটি ইটবাহী ট্রলি সুমি পাল নামে এক শিক্ষার্থী গায়ে সজোরে ধাক্কা দিলে সে আহত হয়। পরে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রলির চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক দেশতথ্য//এল//