পলাশ কুমার ঘোষ, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে রেলওয়ে ব্রীজের নীচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন কুমারখালী থানা পুলিশ।
সোমবার(৩০ ডিসেম্বর) সকালে জয়নাবাদ এলাকার গড়াই রেলওয়ে ব্রীজের নীচ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার সকালে গড়াই রেলওয়ে ব্রীজের নীচে চল্লিশোর্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। ট্রেন থেকে পরে গিয়ে অথবা রেলের পাশ দিয়ে যাবার সময় ট্রেনের ধাক্কায় নিহতের ঘটনা ঘটেছে বলে জানান তারা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুলাইমান শেখ জানান, ট্রেন থেকে পরে অথবা ট্রেনের ধাক্কায় চল্লিশোর্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশের পরিচয় এখনো সনাক্ত হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।