Print Date & Time : 28 August 2025 Thursday 2:04 am

রেললাইনে ভিডিও করতে গিয়ে কলেজছাত্র নিহত

মো. ফয়সাল আলম, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ও সৌখিন ফটোগ্রাফার ইশতিয়াক আহমেদ শুক্রবার (২ মে) ঢাকার কুড়িল এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ইশতিয়াক তার এক বন্ধুর সঙ্গে কুড়িল রেললাইনের পাশে খোলা জায়গায় একটি ভিডিও ধারণ করছিলেন। এ সময় হঠাৎ একটি দ্রুতগতির ট্রেন চলে এলে তিনি ট্র্যাক থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে না পারায় দুর্ঘটনার শিকার হন।

ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পাশাপাশি তরুণদের এই ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাই।”

ইশতিয়াকের মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার পরিবার, বন্ধু-বান্ধব এবং পরিচিতজনরা তার অকাল মৃত্যুকে মেনে নিতে পারছেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ইশতিয়াকের মৃত্যুতে ব্যাপক শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। অসাধারণ সব ছবি তুলে ফটোগ্রাফি-প্রেমীদের মন জয় করেছিলেন ইশতিয়াক। সেই প্রিয় ক্যামেরার পেছনেই আজ হারিয়ে গেলেন তিনি।