কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া -২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য ও রোটারিয়ান কামারুল আরেফিনকে সংবর্ধনা দিয়েছে রোটারি ক্লাব অব কুষ্টিয়া।
শহরের খেয়া রেস্তোরাঁয় শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট মোসাদ্দেক আলী রিপন।
রিপোর্ট পেশ করেন রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সেক্রেটারী রকিবুজ্জামান সেতু।
এসময় উপস্থিত ছিলেন, রোটারিয়ান কাজী শামসুন্নাহার আলো, আকরাম হোসেন বাবু, আবু হাসান লিটন, মিঠু, ডাঃ বিশ্বনাথ পাল, তুষার রতন, রোয়াইম রাব্বি, বরেন পোদ্দার, ফরহাদ আলী খান, জাকিরুল ইসলাম জাকির, জাহিদুল ইসলাম রনি, জেসমিন হোসেন মিনি, গোপা সরকার, খেয়া রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার সাইদুল বারী টুটুল সহ রোটারী ক্লাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দ।
এরআগে সংসদ সদস্য কামারুল আরেফিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন রোটারী ক্লাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রোটারি ডিষ্ট্রিক ৩২৮১ ডেপুটি কমান্ডার, অজয় সুরেকা, রোটারিয়ান আব্দুল খালেক, পাস্ট প্রেসিডেন্ট আকাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু প্রমুখ।
প্রধান অতিথি এমপি কামারুল বলেন, দীর্ঘ ৪৯ বছর পর মিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতা হিসেবে এমপি নির্বাচিত হয়েছি। আমি মিরপুর ভেড়ামারা উপজেলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই।
এবি//দৈনিক দেশতথ্য//২৯ মার্চ ২০২৪//