কুষ্টিয়া প্রতিনিধি: রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ৩৯৫তম
সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি কে এম রুয়াইম রাব্বির সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় সানআপ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়।
রোটারি প্রত্যয় পাঠ করেন সার্জেন্ট-এট-আর্মস রোটাঃ মোঃ ফখরুল আলম মিলন। ক্লাবের সেক্রেটারি সাব্বির আল আনছারী তার রিপোর্ট দেন।
র্যাফেল ড্র পুরস্কার পান ক্লাব ট্রেইনার মোঃ ওবাইদুর রহমান ও পার্টনার-ইন-সার্ভিস ডাইরেক্টর রোটাঃ আকাম উদ্দীন। বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট রোটাঃ আশরাফউদ্দিন নজু, সার্ভিস প্রজেক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ জাহিদ চৌধুরী, রোটাঃ প্রফেসর অজয় মৈত্র ও রোটাঃ গোপা সরকার। সভায় রোটাঃ অজয় মৈত্র সম্প্রতি প্রফেসর পদে পদোন্নতি পাওয়ায় ক্লাবের পক্ষ থেকে
অভিনন্দন জানানো হয়। ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট রোটাঃ মোঃ ফখরুল আলম মিলনের মেয়ে ফাওজিয়া আলম নুসাইবা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে ভর্তি হওয়ায় শুভেচ্ছা জানানো হয়।
এহ/02/11/24/ দেশ তথ্য