Print Date & Time : 10 May 2025 Saturday 2:04 pm

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার বার্ষিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ১৪৩ম বার্ষিক সভা ক্লাবের সভাপতি রোটাঃ কে এম রুয়াইম রাব্বির সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় সানআপ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। রোটারি প্রত্যয় পাঠ করেন সার্জেন্ট-এট-আর্মস রোটাঃ মোঃ ফখরুল আলম মিলন। ক্লাবের সেক্রেটারি রোটাঃ সাব্বির আল আনছারী তার রিপোর্ট দেন। 

ইলেকশন কমিশনার রোটাঃ মোঃ ওবাইদুর রহমান ও নমিনেটিং কমিটির চেয়ারম্যান রোটাঃ আকাম উদ্দীন ২০২৫-২৬ সালের বোর্ড অব ডিরেক্টরস ঘোষণা করেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৫-২৬) রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম ও প্রেসিডেন্ট নমিনি (২০২৬-২৭) রোটাঃ সাব্বির আল আনছারীকে ফুলেল শুভেচছা জানানো হয়। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট রোটাঃ আশরাফউদ্দিন নজু, আইপিপি রোটাঃ এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি, এডিটর রোটাঃ ফরহাদ আলী খান, রোটাঃ হাজী মোঃ রফিকুল আলম টুকু, রোটাঃ কাজী শামসুন্নাহার আলো, রোটাঃ আবু হাসান লিটন, সার্ভিস প্রজেক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ জাহিদ চৌধুরী, রোটাঃ বরেন পোদ্দার, রোটাঃ বিশ্বজিৎ সাহা সন্টু, রোটাঃ আকরাম হোসেন বাবু, রোটাঃ জয়নাল আবেদীন, রোটাঃ মোঃ রাকিবুজ্জামান সেতু, রোটাঃ প্রফেসর অজয় মৈত্র, রোটাঃ এস এম সালাউদ্দিন কাদের শিমন, রোটাঃ গোপা সরকার, রোটাঃ জেসমিন হোসেন মিনি, রোটাঃ ডাঃ বিশ্বনাথ পাল,রোটাঃ মোঃ রোকনুজ্জামান নান্টু, রোটাঃ মোঃ রাইসুল ইসলাম, রোটাঃ প্রিন্স বকুল, রোটাঃ নাজমা খালেক, রোটাঃ মাসুদ পারভেজ, রোটাঃ শাহীন উদ্দিন প্রমুখ। 

তারিক//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ১৪,২০২৪//