Print Date & Time : 22 August 2025 Friday 5:46 pm

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার নিয়মিত সভা অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ৪০৫তম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় খেয়া রেস্তোরাঁয় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম রনি। রোটারি প্রত্যয় পাঠ ও সার্জেন্ট-এট-আর্মস এর রিপোর্ট দেন রোটাঃ মোঃ ফখরুল আলম মিলন। ক্লাবের সেক্রেটারি ও প্রেসিডেন্ট নমিনি রোটাঃ সাব্বির আল আনছারী তার রিপোর্ট দেন।

রোটাঃ শাহীন উদ্দিন ট্রেজারারের রিপোর্ট দেন ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর রোটাঃ পিপি মোঃ আকাম উদ্দীন ভোট অব থ্যাংকস দেন।

এডিটর রোটাঃ পিপি মোঃ ওবাইদুর রহমান পাবলিক ইমেজ কমিটির চেয়ার রোটাঃ পিপি হাজী মোঃ রফিকুল আলম টুকুকে এবং সার্ভিস প্রজেক্ট কমিটির চেয়ার রোটাঃ জয়নাল আবদিন ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর রোটাঃ পিপি মোঃ আকাম উদ্দীনকে রোটারি পিন পরিয়ে দেন।

বক্তব্য রাখেন,আইপিপি রোটাঃ কে এম রুয়াইম রাব্বি, ক্লাব ট্রেইনার রোটাঃ ফরহাদ আলী খান, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ জাহিদ চৌধুরী, রোটাঃ বিশ্বজিৎ সাহা সন্টু, রোটাঃ প্রফেসর অজয় মৈত্র, রোটাঃ গোপা সরকার, রোটাঃ শাহিনুর রহমান শাওন, মনিরুজ্জামান মনির প্রমুখ। সভায় গৃহনির্মাণ ও টিউবওয়েল প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।