রোটারি ক্লাব অব কুষ্টিয়া’র ৩৮০তম নিয়মিত সভা ক্লাবের সভাপতি আবু হাসান লিটনের সভাপতিত্বে গতকাল খেঁয়া রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। রোটারি প্রত্যয় পাঠ করেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফখরুল আলম মিলন। সভার শুরুতে ক্লাবের সেক্রেটারি তুষার বাবু রতন তার রিপোর্ট দেন।
সভায় নবাগত সদস্য বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, কুষ্টিয়া লিফ ফ্যাক্টরির লিফ প্রসেসিং ম্যানেজার মোঃ মাসুদ পারভেজকে ক্লাবের পক্ষ থেকে এডিশনাল গভর্নর অজয় সুরেকা বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মোঃ ওবাইদুর রহমান, ডেপুটি গভর্নর ফরহাদ আলী খান, জোন সেক্রেটারি কাজী আলো, প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৩-২৪) এডঃ মোসাদ্দেক আলী মনি, প্রাক্তন সভাপতি মোঃ আকাম উদ্দিন, আবদুর রউফ, আবদুল খালেক, মহব্বত হোসেন, সাব্বির আনসারি প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১৯,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post