রোটারি জেলা ৩২৮১ বাংলাদেশ এর জেলা গভর্নর রোটাঃ মোঃ আশরাফুজ্জামান নান্নু গতকাল রোটারি ক্লাব অব কুষ্টিয়া পরিদর্শন করেন। তিনি ক্লাবের পক্ষ থেকে গড়াই মহিলা কলেজে উওম্যান সেফটি জোন উদ্বোধন এবং বৃক্ষরোপণ করেন।
দুপুরে খেয়া রেস্তোরাঁয় গভর্নর আশরাফুজ্জামান নান্নু রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট রোটা: মো: মোসাদ্দেক আলী মনি, সেক্রেটারি মো: রাকিবুজ্জামান সেতু ও প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৪-২৫) রোটা: মো: রুয়াইম রাব্বির সাথে এক্সক্লুসিভ মিটিং করেন। এ সময় ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটা: ইমরান আহমেদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি জিল্লুর রহমান ও এসিস্ট্যান্ট গভর্নর রোটা: কাজী আলো উপস্থিত ছিলেন।
বিকেলে গভর্নর নান্নু ক্লবের ৩৮২৩ম নিয়মিত সভা এবং ক্লাব সমাবেশে অংশগ্রহণ করেন। তিনি রোটারির সর্বশেষ তথ্য সদস্যদের অবহিত করেন। তিনি রোটারি ক্লাব অব কুষ্টিয়ার কুষ্টিয়ার কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর এইড রোটা: অজয় সুরেকা, এডিশনাল গভর্নর রোটা: মো: ওবাইদুর রহমান, ডেপুটি গভর্নর রোটা: মো: ফখরুল আলম মিলন প্রমুখ।
উল্লেখ্য, রোটার্যাক্ট ক্লাব কুষ্টিয়া সিটির প্রেসিডেন্ট রো: সিয়াম, সেক্রেটারি রো: শুভসহ রোটার্যাক্টররা ক্লাবের কর্মকান্ডে সার্বিক সহায়তা করেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৮,২০২৩//