Print Date & Time : 11 May 2025 Sunday 4:14 am

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সভা অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ৩৮৭তম নিয়মিত সভা ক্লাবের সভাপতি এ্যাডঃ মোঃ মোসাদ্দেক আলী মনির সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় সানআপ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। রোটারি প্রত্যয় পাঠ করেন ডেপুটি গভর্নর  রোটাঃ মোঃ ফখরুল আলম মিলন। ক্লাবের সেক্রেটারি মোঃ রাকিবুজ্জামান সেতু তার রিপোর্ট দেন। এডিশনাল গভর্নর রোটাঃ মোঃ ওবাইদুর রহমান জানান যে, রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ও রোটারি ক্লাব অব কুষ্টিয়ার যৌথ আই কেয়ার প্রজেক্টের আওতায় গত সপ্তাহে একজন অসহায় ঢোল ও খোলবাদকের চোখের অপারেশনের যাবতীয় ব্যবস্থা করা হয়। 

বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট রোটঃ আশরাফউদ্দিন  নজু, এসিস্ট্যান্ট গভর্নর কাজী আলো, ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহিদুল ইসলাম রনি, ১৩তম অভিষেক কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ, রোটাঃ মোঃ জাকিরুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান প্রমুখ। সার্জেন্ট-এট-আর্মস এর রিপোর্ট দেন রোটাঃ বরেন পোদ্দার। ধন্যবাদ প্রস্তাব দেন প্রাক্তন সভাপতি রোটাঃ মোঃ আকাম উদ্দীন

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ১৭,২০২৩//