রোটারি ক্লাব অব কুষ্টিয়ার বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার রাতে খেয়া রেস্তোরাঁয় ক্লাবের সভাপতি রোটাঃ এ্যাডঃ মোসাদ্দেক আলী মনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রোটারি প্রত্যয় পাঠ করেন ডেপুটি গভর্নর রোটাঃ মোঃ ফখরুল আলম মিলন। সেক্রেটারির রিপোর্ট দেন রোটাঃ মোঃ রাকিবুজ্জামান সেতু।
এতে কুষ্টিয়ার উন্নয়নের রূপকার জননেতা মাহবুবউল হানিফ গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। তিনি রোটারি ক্লাব অব কুষ্টিয়ার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ব্লাড ব্যাংক ও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গভর্নর এর এডভাইজার রোটাঃ অজয় সুরেকা, এডিশনাল গভর্নর রোটাঃ মোঃ ওবাইদুর রহমান, লেফটেন্যান্ট গভর্নর ফরহাদ আলী খান, এসিস্ট্যান্ট গভর্নর রোটাঃ কাজী আলো, চার্টার প্রেসিডেন্ট রোটাঃ আশরাফউদ্দিন নজু, প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা রোটাঃ মোঃ আকাম উদ্দীন, রোটাঃ মোঃ কামরুজ্জামান, রোটাঃ আব্দুল খালেক প্রমুখ।
উল্লেখ্য, সভায় ২০২৪-২৫ সালের বোর্ড অব ডিরেক্টরস গঠিত হয়। প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৪-২৫) রোটাঃ কে, এম, রুয়াইম রাব্বি ও প্রেসিডেন্ট নমিনি (২০২৫-২৬) তাদের অনুভূতি ব্যাক্ত করেন।
সর্বোচ্চ ভ্যাটদাতা হওয়ায় ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মোঃ আকরাম হোসেন বাবুকে ক্লাবের পক্ষ থেকে জননেতা মাহবুবউল হানিফ ফুলেল শুভেচছা জানান।ক্লাবের পক্ষ থেকে এসিস্ট্যান্ট গভর্নর রোটাঃ কাজী আলো মাহবুবউল হানিফকে ক্রেস্ট প্রদান করেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৬ ডিসেম্বর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post