তফসীল ঘোষণার পর সংসদ নির্বাচনে জনমতে কে আছে এগিয়ে, কে পাবে নৌকার মনোনয়ন, এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে নানা কৌতূহল, উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৭৪ লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর লড়াইয়ে জন্য মাঠে নেমেছেন। আর নির্বাচনের হাওয়ার তালে তালে আ.লীগের প্রার্থীদের দৌড়-ঝাঁপও শুরু হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা যখন তুঙ্গে, ঠিক এই মূহর্তে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। রাজনৈতিক মহলে চলছে চুল ছেড়া বিশ্লেষণ।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার, সোমবার (১৯, ২০ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ২৭৪ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খান এমপি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টু, রামগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটোয়ারী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামছুল হক মিজান, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক এম এ মমিন পাটোয়ারী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন, ঢাকা তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য এবং বর্তমানে সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী আইনজীবি পরিষদ, যুক্তরাজ্য(লন্ডন) শাখা ব্যারিস্টার তৌহিদুল ইসলাম বাহার।
মনোনয়নপ্রত্যাশীরা তাঁদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে আসছেন। মনোনয়নপত্র সংগ্রহের পর আগত নেতা-কর্মীদের নৌকা প্রতীকের নামে স্লোগান দিতে দেখা গেছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post