শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট: ৩য় পর্যায়ে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লালমনিরহাট সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লতিফা বেগম।
গত ১৪ মে মঙ্গলবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লালমনিরহাট ও রিটার্নিং অফিসার মোছাঃ আফরোজা খাতুন এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, গত ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের দিন একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইন্দ্রানী ভট্টাচার্য ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
ফলে মোছাঃ লতিফা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত হচ্ছেন। এই উপজেলায় আগামী ২৯ মে ভোট অনুষ্ঠিত হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//