দীর্ঘ দিন বিরতি দিয়ে ছিনতাই স্পটটিতে পুনরায় গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এর আগে বিগত দিনে শীত মৌসুমে ঔষধ ব্যবসায়ি নয়ন মুন্সি ও অটোচালক কাজল একই স্পটে ছিনতাইকারীর হাতে খুন হয়েছিল।
জানাগেচে, জেলা সদরের এয়ারপোর্ট রোড় টিটিসি পুলিশ বক্সের সামনে গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এবার ছিনতাইকারীর টার্গেট ছিল বেসরকারি প্রতিষ্ঠান অলিম্পিক কোম্পানির ডেলিভারি ম্যান মোঃ শাহজালাল (২৩)। তিনি ছিনতাইয়ের পৈশাচিক আঘাতে প্রাণে বেঁচে গেছেন। তবে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছেন। এই একই স্থানে বিগত দিনে তরুণ ঔষধ ব্যবসায়ি নয়ন মুন্সি (২৮) ও অটোচালক কাজল(৩৫) ছিনতাইকারীর কবলে পড়ে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হতে হয়ে ছিল।
অলিম্পিক কোম্পানির ডেলিভারিম্যান শাহজালাল (২৩) এর বাড়ি জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের নায়েকগড়টারীতে। তার বাবার নাম মৃত আফসার আলী। বৃহস্পতিবার পণ্য ডেলিভারি দিয়ে পণ্য বিক্রির নগদ অর্থ ২০/২৫ হাজার টাকা নিয়ে ফিরছিলেন। টিটিসি পুলিশ বক্সের সামনে শাহজালাল মোটরসাইকেল নিয়ে এলে চলন্তগাড়িতে থাকা অবস্থায় ছিনতাইকারীরা মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এসময় সে রাস্তায় লুটিয়ে পড়লে মোটরসাইকেল ও নগদ অর্থ লুটপাট করে ছিনতাইকারীরা নিয়ে যায়। আহত অবস্থায় ছিনতাইকারীর পিছু নিলে ক্ষতিগ্রস্ত হওয়া মোটরসাইকেলটি রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য বকুল ইসলাম। ঘটনার সত্যতা স্বীকার করেছেন। লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, এ ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। টিটিসির পুলিশ বক্সটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখানে কর্মরত পুলিশ ছিল না।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post