উন্নয়ন বঞ্চিত লালমনিরহাট-৩ (সদর উপজেলা) আসনে দীর্ঘদিন পর নৌকা প্রতীক নিয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়। তাঁকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও ২৪ টি পেশাজীবী সংগঠন।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য তুলে ধরেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আশরাফ হোসেন বাদল।
১৯৮৬ সালের পর হতে অধিকাংশ সময়ে বিএনপি ও জাতীয় পার্টি সংসদ সদস্য লালমনিরহাট সদরে ছিল। এ কারণে লালমনিরহাট সদরের মানুষ সরকারের ব্যাপক উন্নয়ন হতে বঞ্চিত হয়ে আসছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোগলহাট স্থলবন্দর, মোগলহাট রেললাইন চালু, বিমান বন্দর চালু, মহেন্দ্রনগরে ইপিজেড স্থাপন, লালমনিরহাট টু বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত ফোর লেন রাস্তা নির্মাণ সহ ১৩ টি উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। এসব প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে নৌকার পক্ষে সদরে জনতার ব্যালট বিপ্লব ঘটে। এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে লালমনিরহাট সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. মোঃ মতিয়ার রহমানকে মন্ত্রী পরিষদের সদস্য মনোনীত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকম্পা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী ২১ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে লালমনিরহাটের নির্বাচনী জনসভায় এ্যাড. মোঃ মতিয়ার রহমান কে নির্বাচিত করলে উন্নয়ন হবে প্রতিশ্রুতি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, অঙ্গসহযোগী সংগঠন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, লালমনিরহাট পৌর পরিষদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, জেলা কলেজ শিক্ষক সমিতি, লালমনিরহাট ঈমাম সমিতি, জেলা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বঙ্গবন্ধু পরিষদ, ঈমাম সমিতি, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, বিভাগীয় রেল শ্রমিক লীগ, আওয়ামী ওলামা পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, প্রজন্ম ৭১, জেলা ক্রীড়া সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ০৯,২০২৪//

Discussion about this post