শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট থেকে : জেলা সদরের সুইপার কলোনি সংলগ্ন ভাটিখানা হতে বৃহস্পতিবার রাত ৮ টায় সেনাবাহিনীর অভিযানে ৮ জন মাদকাসক্তকে আটক করেছে।
শুক্রবার সকালে তাদের কোর্টে সোপর্দ করা হয়। আটকরা হলেন, আইন কর্মকর্তা এপিপি এ্যাডভোকেট নুরে আলম (৫৩), ভাটিখানার ম্যানেজার মোঃ রফিকুর(৪৮), মাদকাসক্ত প্রভাত(৩৯), মোঃ মোশারফ(৪৩), মিজান(৩৮), মনির(৪৬), ফারুক(৩৬), আলমগীর(৪৫)।
লালমনিরহাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮ টায় সেনা সদস্যরা ভাটিখানাটিতে অভিযান চালায়। সেখানে মাদকপানরত অবস্থায় ৮ জনকে আটক করে।
পরে ভাটিখানাটি বন্ধ করে দেয়া হয়। সরকারি আইনে ভাটিখানাটি শুধুমাত্র সুইপার ও রেজিষ্ট্রার মাদক সেবীদের জন্য। এই ভাটিখানাটি সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত খোলা রাখার নিয়ম। সুইপার ও রেজিষ্ট্রার মাদক সেবী ছাড়া এখানে অন্যকোন ব্যক্তির কাছে মাদক বিক্রি অবৈধ। দীর্ঘদিন হতে ভাটিখানার মালিকপক্ষ অবৈধ কাজ করে আসছিল।
আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পর বিশেষ আদালত বসিয়ে মাদকাসক্ত ৮ জনকে জামিন দেয়া হয়েছে। লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।