শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট : জেলা শহরের সাপটানা বাজারে মাদক ব্যবসায়ি একাধিক মাদক মামলার আসামি এরশাদুল(৪৫) ও তার প্রথম স্ত্রী মৌসুমি বেগম(৩৮) আগুনে পুড়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শুক্রবার তাদের খুব গোপনে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
প্রতিবেশী ও স্বজনদের সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে স্বামী স্ত্রী কথাকাটাকাটির জের ধরে স্বামী এরশাদুল স্ত্রীর শরীরে কেরসিন জাতীয় দাহ্যপদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় স্ত্রী আত্নচিৎকার দিয়ে স্বামীকে জড়িয়ে ধরে। প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে। এরমধ্যে স্বামী ও স্ত্রী দু’জনে আগুনে পুড়ে মারাত্নক দগ্ধ হয়। প্রথমে তাদের লালমনিরহাট সদরহাসপাতাল পরে তাদের ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার স্ত্রী মৌসুমি মারা যায়। পরদিন মারা যায় স্বামী এরশাদুল।
এই স্বামী স্ত্রী দম্পতি লালমনিরহাট শহরে বহুল আলোচিত ছিল। তারা একাধিকবার মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক হয়েছিল। যতবারে আটক হয় কিছুদিন জেলে থাকে পরে আবার এসে মাদক ব্যবসা শুরু করে।
দ্বিতীয় স্ত্রী রুনা জানান, দুইজনের লাশ শুক্রবার ঢাকা হতে এনে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। ঘটনাটি অত্যন্ত মমার্ন্তিক। পুড়ে যাওয়অ শরীরের দগদগে ঘায়ে পঁচন ধরে গিয়ে ছিল। তাই আত্নীয় স্বজনরা মিলে দ্রুত লাশ দাফন করা হয়েছে। লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, স্বামী স্ত্রী আগুনে পুড়ে মরার ঘটনাটি নিয়ে
কোন পক্ষের অভিযোগ নেই। মৃতদেহ ঢাকা হতে আসার পর স্বজনরা আবেদনের ভিত্তিতে লাশ নিয়ে গিয়ে দাফন করেছে।
ঘটনাটি ঘটেছে গত রবিবার
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post