সুদীপ্ত শাহী, লালমনিরহাট ।। লালমনিরহাটে ইয়াবা ব্যবসায়ি মমিনুল ইসলামকে(৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় হয়েছে।
সোমবার (৮ আগষ্ট) বিকালে লালমনিরহাটের দায়রা জজ মিজানুর রহমান এই রায় দেয়।
সাজাপ্রাপ্ত আসামী মমিনুল ইসলাম রংপুর জেলা সদর থানার সদ্য পুস্করনী জানকি দিগর পানবাড়ি মৃত আব্দুল সোবাহান আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৩ অক্টোবর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাটের সহকারি পরিচালক আবু জাফর বিকাল ৫ টায় জেলা সদরের কুলাঘাট ইউনিয়নের রতœাই ষ্টীলের সেতু পাশে ইজিবাইকের যাত্রী মমিনুল ইসলামকে তল্লাশি করে ৭ হাজার পিচ নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় গত ২০১৯ সালের ৩ অক্টোবর সদর থানায় মাদক আইনে মামলা দায়ের হয়। ২০২০ সালের ৯ মার্চ আদালতে অভিযোগটি আমলে নিয়ে বিচার কাজ শুরু করে। এ মামলায় ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রেপক্ষের আইনজীবি ছিলেন পিপি এ্যাডঃ আকমল হোসেন, আসামী পক্ষের কোন আইনজীবি ছিল না। মামলাটিতে জামিনের পর হতে আসামী পলাতক রয়েছেন।
আর//দৈনিক দেশতথ্য//৮ আগষ্ট-২০২২