শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট :
লালমনিরহাট সীমান্তে আজাফর (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। সে বাংলাদেশ অবৈধ অনুপ্রবেশ করে ছিল।
আজ বৃহস্পতিবার পুলিশে সোপর্দ করলে পুলিশ তাকে কুড়িগ্রাম আদালতে পাঠায়।
লালমনিরহাট ১৫ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গতকাল ২৫ সেপ্টেম্বর আনুমানিক রাত ৮ টা ১৫ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ বাগভান্ডার বিওপির কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৫৭/এমপি এর নিকট দিয়ে দুই জন ভারতীয় নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। বাংলাদেশে অভ্যন্তরে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীর ভোটহাট বাজারে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় তাকে বাগভান্ডার বিওপির টহল দল একজন আটক করে। তার সাথে থাকা অন্যজন দৌড়ে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ তারা বাংলাদেশী নাগরিক পরিচয় দেয়। রাতে বাজারে ওষুধ কিনতে এসেছে জানায়। পরে বিজিবি নিশ্চিত হয় সে ভারতীয় নাগরিক মোঃ মোজাফ্ফর হোসেন (৪৮), পিতা-মোহাম্মদ আলী, গ্রাম-মাদারগঞ্জ, পোষ্ট-কালামাটি, থানা-সাহেবগঞ্জ, জেলা-কুচবিহার বলে স্বীকার করে। পরে আটককৃত ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি মামলা দায়ের করে তাকে ভুরুঙ্গামারী থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে।
ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, বিজিবি’র হাতে আটক ভারতীয় নাগরিক নিরীহ কৃষক ঘুরতে এসে বিজিবির হাতে আটক হয়েছে। তাকে কুড়িগ্রাম আদালতে বৃহস্পতিবার দুপুরে সোপর্দ করা হয়েছে। সীমান্তে এর আগে তার বিরুদ্ধে কোন চোরাচালান বা কোন অপরাধের সম্পৃক্ততার রেকর্ড নেই।