Print Date & Time : 27 August 2025 Wednesday 1:44 pm

লালমনিরহাটে গাঁজাসহ আটক ২

লালমনিরহাটে ১০ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মোঃ হাসিবুল শেখ (২৭) ও মোঃ রাজু ইসলাম(২৫)। তিস্তা সেতুর টোল প্লাজা হতে ঢাকা মেট্রো-ট- ১৩-২৬১৯ নম্বর ট্রাক সহ আটক করা হয়।

জানা গেছে, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার গ্রামের । মোঃ অপু শেখের পুত্র মোঃ হাসিবুল শেখ ও একই গ্রামের জাকির হোসেনের পুত্র মোঃ রাজু ইসলাম (২৫) একটি ট্রাকে যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৩-২৬১৯ এর অতিরিক্ত চাকায় গাঁজা পরিবহন করছিল।
লালমনিরহাট থানা গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালাল পাড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোল ঘরের সামনে ট্রাক তল্লাশীকালে ট্রাকের বডির নীচে বাম পার্শ্বে চেসিসের সাথে সংযুক্ত টিউব বিহীন একটি অতিরিক্ত চাকায় এই ১০ কেজি গাঁজা উদ্ধার করে। সদর থানার ওসি ওমর ফারুক জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করার হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//