পাটগ্রাম লালমনিরহাট সংবাদদাতাঃ লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী – লালমনিরহাট গামী পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
২৫ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার সময় বুড়িমারী ঘুন্টি কল্লাটারী নামক স্থানে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুড়িমারী এলাকার গফুর মিয়ার ছেলে শাহীন আলম বাবুর্চি (৪২) এ সময় ঘটনাস্থলেই নিহত হন ও একই এলাকার হোটেল ব্যবসায়ী রফিক( ৫২) ও অলু মিয়া( ৫০) গুরুতর আহত হয়েছে। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি ও পরে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরন করা হয়েছে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আবি সাইদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post