শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:জেলার হাতীবান্ধায় মস্তকবিহীন মরদেহটি উদ্ধারের একদিন পর পাশের ডোবা হতে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ।
নিহতের জ্যাকেট ও হত্যায় ব্যবহ্নিত ছুরি উদ্ধার হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ।
আজ শনিবার দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের একটি ডোবায় যুবকের মাথাটি ভেসে ওঠে। পরে পুলিশ উদ্ধার করেছে। এই হত্যাকান্ডটি নিয়ে সিআইডি পুলিশ কাজ করছে। এর আগে শুক্রবার রাতে হাতীবান্ধা থানায় মস্তকবিহীন মানিকুলের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। নিহত মানিকুল (২৫) হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ডাঙ্গাটারি গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে। নিহত মানিকুল ইসলাম একজন ভ্যানচালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন আগে সিঙ্গিমারী গ্রামের আবুল কাসেমের ছেলে বাবুলের একটি ভ্যান চুরি হয়। ওই চুরি ঘটনায় মানিকুল ইসলামকে সন্দেহ করে বাবুলের পরিবার লোকজন। এ ঘটনার পর থেকে মানিকুল নিখোঁজ হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ভ্যান চুরির ঘটনার কারণে মানিকুল হত্যাকান্ডের শিকার হতে পারে। অন্যকোন বিষয় রয়েছে কিনা তদন্ত করছে সিআইডি পুলিশ।
হত্যার স্বীকার মানিকুলের স্ত্রী শাকিলা আক্তার জানান, বৃহস্পতিবার বিকালে স্বামীর সাথে হয়। রাত ৮টার মধ্যে বাড়ি এসে ঢাকা চলে যাবার কথা ছিল। মোবাইল ফোন পাশে রাখতে বলেন। বাড়ি আসার কথা কাউকে না জানানোর কথা বলেন। তার মধ্যে ভয় কাজ করছিল কিন্তু রাত ৮ টার পর তাকে আর ফোনে পাওয়া যায়নি।
এ বিষয় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর হত্যা মামলাটি সিআইডি পুলিশ তদন্ত করছে। দ্রুত ভাল সংবাদ হতে পারে।
দৈনিক দেশতথ্য//এইচ//