শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট থেকে:
গতকাল শনিবার বিকালে পেশাগত দায়িত্বপালনের তথ্য সংগ্রহ করতে গিয়ে লালমনিরহাট জেলায় কর্মরত পাঁচ সংবাদিক (সংবাদ কর্মী ) দূর্বৃত্তের হাতে লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রাতে লালমনিরহাট সদর থানায় সংবাদ কর্মীদের পক্ষে একটি অভিযোগ দায়ের হয়েছে।
থানায় অভিযোগের সূত্রে জানা গেছে, শনিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে দৈনিক প্রতিদিনের সংবাদের সাংবাদিক জিন্নাতুল ইসলাম জিন্না, মাতৃভূমির খবরের সাংবাদিক সাহিদ বাদশা বাবু, ভোরের আকাশের সাংবাদিক নাজমুল ইসলামসহ পাঁচ জন সাংবাদ কর্মী লালমনিহাট সদর উপজেলার সারাটি ইউনিয়নের ফকিরটারী গ্রামে সংবাদ সংগ্রহ করতে যায়। এসময় কয়েকজন চিহ্নিত দূর্বৃত্তরা সংবাদ কর্মীদের উপর হামলা করে।
এ ঘটনা ভুক্তভোগী সাংবাদিকদের পক্ষে সংবাদিক সাহিদ বাদশা বাবু সদর থানা অভিযোগ দায়ের করেন। সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করছে। এমন খবরে তথ্য সংগ্রহে গিয়ে দূর্বৃত্তের হামলার শিকার হয়। এসময় ওই অনশনরত তরুণীকেও বেধড়ক মারপিট ও নির্যাতন করা হয়। এক পর্যায়ে তরুণীকে অপহরনের চেষ্টা চালায় দূর্বৃত্তরা। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জানান, সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ পাওয়ার পর পরই ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট করুন
Discussion about this post