নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের দায়রা জজ ও বিচারক , বিশেষ ট্রাইবুনাল-১ মোঃ মিজানুর রহমানের আদালত দুই জঙ্গি কে ১৪ বছর করে কারা দন্ডের রায় দিয়েছে।
আজ রবিবার দুপুরে এই রায় দেয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, মোঃ রফিকুল ইসলাম রাকিব(৩২) ও নাহিদ হাসান বাবু ইসলাম(৩২)।
মামলার বিবরণে জানা যায়, ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান ২০১৭ সালের ২৮ জুলাই রাতে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের মোঃ কোরবারন আলীর পুত্র মোঃ রফিকুর ইসলাম রাকিব কে ও একই উপজেলার পূর্ব সিন্দুনা গ্রামের মোঃ আমিনুর রহমানের পুত্র মোঃ নাহিদ বাবু ইসলাম কে আটক করে। তাদের কাছে জঙ্গি মতবাদের বিভিন্ন বই উদ্ধার হয়। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬(১) উপ-দফা ঈ মোতাবেক গঠিত অভিযোগ প্রমান হওয়ায় তাদের উভয়ের ১৮ বছর করে সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা করে নগদ অর্থ জরিমানা করে রায় দিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন মি. আকমল হোসেন পিপি আসামী পক্ষের আইনজীবি ছিলেন, মি. মোঃ আব্দুর রব খান টিপু, এম নাসিরুল ইসলাম প্রবাল, মি. মোঃ আনোয়ার হোসেন মিঠু, মি. মোঃ আজিজুল ইসলাম (দুলাল)।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন
Discussion about this post