শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:
জেলার হাতীবান্ধা উপজেলায় শুক্রবার পাঁচ ছাত্রলীগ নেতাকে আটক করেছে।
গ্রেফতারকৃত নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতারা হলেন- হাতীবান্ধার সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিফুল খান বাবু(২১), যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম জীবন(২০), সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন(১৮), উপজেলা ছাত্রলীগ নেতা রুমন মিয়া(১৯) ও শাকিল চোপড়া(১৮)।
থানা পুলিশ সূত্র জানা গেছে, মহেন্দ্র নগরে শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর হত্যার ঘটনার জের ধরে ২০২৩ সালের ২৯ অক্টোবর লালমনিরহাট শহরের মিশন মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ কার্যালয়টি বিক্ষুব্ধরা অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।
এ ঘটনায় দীর্ঘদিন পর চলতি বছর পহেলা জানুয়ারি নববর্ষের রাতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করে। সদর থানা পুলিশ মামলাটি আমলে নেয়।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদ-নবী জানান, আটক পাঁচ জনকে লালমনিরহাট সদর থানায় প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তুহিন তাদের লালমনিরহাট আদালতে সোপর্দ করেছে। আদালত তাদের জামিননামুঞ্জর করে জেলহাজতে পাঠায়।
Discussion about this post