শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট থেকে:
পহেল জুন শনিবার লালমনিরহাট জেলায় প্রায় এক লাখ ৯৯ হাজার ৯৭৪ জন ৬ মাস হতে ৫ বছর বয়সের শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলা সিভিল সার্জন দপ্তরে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মী ও সেচ্ছাসেবক মিলে প্রায় তিন হাজার জন কমীর্ এই ক্যাম্পিং দিনব্যাপী চলবে।
জেলার ৫দি উপজেলা লালমনিরহাট সদর উপজেলা, আদিতমারী উপজেলা, কালীগঞ্জ উপজেলা, হাতীবান্ধা উপজেলা, পাটগ্রাম উপজেলা ও দুইটি পৌরসভায় সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এই এ প্লাস মিটামিন এ খাওয়ানো ক্যাম্পিং চলবে। কোন শিশু বাদ গেলে তাকে পরদিন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে খাওয়ানো যাবে। এই এ প্লাস ক্যাম্পিং উপলক্ষ্যে স্থায়ী ৬টি কেন্দ্র ও অস্থায়ী এক হাজার ১২০টি কেন্দ্র খোলা হয়েছে। ১৩৮ জন সুপারভাইজার , ৪১৪ জন ওয়ার্ড সুপারভাইজার ও দুই হাজার ২৫২ জন সেচ্ছাসেবক কাজ করছে। ৬ মাস হতে ১১ মাস বয়সের ২২ হাজার ৩৬২ জন শিশু, ৬ মাস হতে ১১ মাসের ৬৭ জন প্রতিবন্ধী শিশু, ১২ মাস হতে ৫৯ মাসের এক লাখ ৭৭ হাজার ৩১৭ জন শিশু ও ১২ মাস হতে ৫৯ মাস বয়সের ২২৮ জন প্রতিবন্ধী শিশুকে এ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্র নিধারণ করা হয়েছে। এ ক্যাম্পিং সফল করতে শহরে গ্রামে ব্যাপক প্রচার করা হয়েছে। তিস্তা ও ধরলা নদীর দূর্গম চরাঞ্চলেও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট সিভিল সার্জন দপ্তরের হলরুমে সংবাদ সম্মেলন করে সিভিল সার্জন নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার সৌমিক রায়, সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকতার্ মোঃ আব্দুল মান্নান সহ জেলার ৪০ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কমীর্।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post