শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:
জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর মসরত মাদাতি গ্রামে বজ্রপাতে আজিফা বেগম (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
এই গৃহবধু সকালের রান্না চুলায় তুলে দিয়ে খেতের মরিচ তুলতে গেছে বজৃপাতে তার মৃত্যু হয়। এই ঘটনাকে প্রকৃতির নিষ্ঠুরতা বলে অবিহিত করেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে বধুবার সকালে।
ভোটমারী ইউনিয়নের ইউপি সদস্য মো. মকবুল হোসেন ঘটনার নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগে গ্রামে বিশাল বিশাল বাঁশেরঝাড় ছিল, বাড়ির আনাচেকানাছে আটিয়া কলার থোপ ছিল ও বড়বড় আম, কাঁঠালের গাছ ছিল। সরকারি রাস্তায় ছিল শত বছরের পুরনো ফলজ— বনজ বৃক্ষ । এখন নেই। প্রয়োজনে অপ্রয়োজনে কেটেছে সাধারণ মানুষ ও সরকারি গাছ খেকোরা। প্রকৃতির সাথে নিষ্ঠুর আচরণের প্রতিফলনে প্রকৃতি নিষ্ঠুরতা দেখাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান, বজৃপাতে মৃত্যুর খবর অনেক পরে পেয়েছি। পরিবারটিকে সহায়তা করা হবে। বড়বড় গাছ, বাঁশঝাড় বজ্রপাত হতে মানুষ ও সম্পদ রক্ষা করে থাকে। তিনি অপ্রয়োজনে গাছ না কাটতে পরামর্শ দিয়েছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post