পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে সীমাহীন দুর্নীতি, চাঁদাবাজি ও গণ দুশমনদের গ্রেপ্তারের দাবিতে গণমিছিল করা হয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম পৌর বিএনপির আয়োজনে শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫ টায় উক্ত গণমিছিল অনুষ্ঠিত হয়।
গণমিছিল শেষে পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বাবা শহীদ আবুল কাশেমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন পাটগ্রাম পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান।
এ সময় মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য পাটগ্রাম-হাতীবান্ধা আসনের বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। এতে
সংক্ষিপ্ত বক্তব্য দেন পৌর বিএনপি’র সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল।
গণমিছিলে পাটগ্রাম পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post