শেখ জাহাঙ্গীর আলম শাহীন:
বিএনপি নেতা এএসএম শামসুজ্জামান সেলিম ও সাবেক ছাত্রলীগ নেতা আবু আহসাদ মো. মোনতাজিমকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে বিচার জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
এর আগে পুলিশ গতকাল ১২ ফেব্রুয়ারি বুধবার বিকালে জেলা শহরের লালমনিরহাট সরকারি কলেজ গেটে হতে পুলিশ লালমনিরহাট জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক ভাইস চেয়ারম্যান, বড়খাতা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এ.এস.এম. শামসুজ্জামান সেলিম কে আটক করেন।
তিনি সিআর ৪১৩/২৩, সিআর ৪১৪/২৩ এবং সিআর ৪৫/২৪ নং মামলার সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে প্রায় ২৭টি সিআর মামলার রয়েছে।
ডিবি অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ জানান, আটক শামসুজ্জামান সেলিমের ৩টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও ১৫টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতন ছিলেন।
এদিকে পৃথক মামলায় আদিতমারী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু আহসাদ মো. মোনতাজিমকে গতকাল সন্ধ্যায় আদিতমারী উপজেলা গেটের সামনে হতে আদিতমারী থানা পুলিশ আটক করে। তাকে রংপুরের বদরগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক বাদশা ওসমানী হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুই আসামি কে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post