শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট: লালমনিরহাটে মস্তকবিহীন লাশের পরিচয় মিলছে।
মরদেহটি ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মানিকুল ইসলামের (১৮)। মাথার খোঁজ পায়নি পুলিশ।
শুক্রবার রাতে তার পোশাক দেখে পরিচয় শনাক্ত করেন পরিবারের সদস্যরা। এর আগে, শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের একটি ভুট্টাক্ষেতে মস্তকহীন মরদেহটি পাওয়া যায়।
থানা পুলিশ জানায়, ছয় দিন নিখোঁজ ছিলেন মানিকুল। লোক মুখে শুনে মস।তকহীন মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর নিখোঁজ মানিকুলের খোঁজ করতে থানায় আসে তার পরিবার ও স্বজনরা। পোশাক দেখে তারা পরিচয় নিশ্চিত হয় এটাই মানিকুলের লাশ ।
ফকিরপাড়া ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, মরদেহটি মস্তকহীন পড়ে ছিল। পাশে গর্তে চাপা দেয়ার পরিকল্পনা হয়ত ছিল কারন মৃতদের পাশে গর্ত খুঁড়া ছিল। মৃতদেহের মাথাটি আশেপাশে কোথাও পাওয়া যায়নি। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, মরদেহটি সিংগীমারী ইউনিয়নের বাসিন্দা আব্দুর সাত্তারের ছেলে মানিকুলের বলে পরিবারের লোকজন দাবি করেছে।
হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রথমে পরিচয়হীন ছিল, এখন তার পরিচয় মিলেছে । মস্তকহীন মরদেহটির মাথার খোঁজ মেলেনি। তাই ডিএনএ টেষ্ট করা হবে। এটা পরিকল্পিত হত্যাকান্ড নিশ্চিত। তবে কেন ও কারা জড়িত ধরতে অনুসন্ধানে নেমেছে পুলিশ।
দৈনিক দেশতথ্য//এইচ//