Print Date & Time : 24 August 2025 Sunday 8:17 pm

লালমনিরহাটে মাদকসহ ২ নারী আটক

নিজস্ব প্রতিনিধি পাটগ্রাম লালমনিরহাট: লালমনিরহাটে গত ৭ দিনে মাদকদ্রব্যসহ দুইজন নারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, মোছা: হাসি বেগম (৩৫), মোছাঃ সাহিদা বেগম (৫৬) ।

অপরদিকে ১৭ মে লালমনিরহাট সদর থানার ০৬নং খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকায় অভিযান পরিচালনা করে পাকার মাথা ঘাটের পাড়ের উত্তরে বালুর চরে হইতে ৯২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও একই ইউনিয়নের আনন্দ নগর থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

অপর এক গোপন সংবাদের ভিত্তিতে লালমনিহাট থানাধীন তালুক খুটামারা ১ নং ওয়ার্ডে করতোয়া কুড়িয়ার সার্ভিস এর সামন হতে মালিক বিহীনপরিত্যক্ত অবস্থায় একটি কার্টুন উদ্ধার করেন। উপস্থিত সাক্ষীদের সামনে খুললে কাটুনের ভিতর থেকে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ উমর ফারুক বলেন মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//