Print Date & Time : 24 August 2025 Sunday 6:35 pm

লালমনিরহাটে শিশু হত্যায় কিশোর আটক

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:
জেলার আদিতমারীতে ছয় বছরের শিশু রোমান মিয়া হত্যায় জড়িত থাকার দায়ে ১৪ বছরের কিশোর আশিকুর রহমান কে পুলিশ আটক করেছে।আজ মঙ্গলবার বিকালে পুলিশ সুপার প্রেসব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছে। ৪ দিন পর হত্যা রহস্য উদঘাটন হয়েছে।

এসপি অফিস সূত্রে জানা গেছে, ঘাতক কিশোর আশিকুর একই উপজেলার ভাদাই খোলাহাটি সেতুরপাড় গ্রামে মুছা মিয়ার ছেলে। নিহত শিশু রোমান মিয়া একই গ্রামের আমিনুর হকের পুত্র ও ঘাতকের তার প্রতিবেশী।

গত শুক্রবার (২৯ মার্চ) শিশু রোমান নিখোঁজ হয়। পরদিন শনিবার ভাদাই সেতু বাজার গ্রামের তামাক খেতে অর্ধপুঁতে রাখা শিশুটির মরদেহ উদ্ধার হয়। কিশোর আশিকুর ছাগল চুরির ঘটনা দেখে ফেলে শিশু রোমান মিয়া। বিষয়টি সে গ্রামে প্রচার করে দেয়। এ ঘটনায় আশিকুরের পরিবার গ্রাম্যশালীশ বৈঠকে পাঁচ হাজার টাকা জরিমানা দেয়। ঘটনার দিন শিশু রোমান মিয়া বাবার দোকানে থেকে বাড়ি ফেরার পথে ঘাতক কিশোর আশিকুরের সাথে দেখা হয়। শিশু রোমান তাকে ( ঘাতক আশিকুরকে) ছাগল চোর বললে ক্ষুব্ধ হয়ে পাশে তামাক খেতে নিয়ে গিয়ে গলাচিপে শ্বাসরোধ ও ঘাড় মটকে হত্যা করে। হত্যার পর তামাক খেতের দুই সারির মাঝে সেচ নালায় মাটি চাপা ও তামাক পাতা দিয়ে ঢেকে রাখে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী জানান, গ্রেফতার কিশোর আশিকুর কে কিশোর শোধনাগার যশোহরে পাঠান হয়েছে। কিশোর সংশোধন আইনে তার বিচার হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//