শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট: লালমনিরহাট পৌরসভায় রাস্তা সংস্কারের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে পৌরসভার এক সচেতন নাগরিক।
এ ঘটনায় জেলা প্রশাসক সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল মোমেন কে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছে জেলা প্রশাসক।
তদন্ত কমিটির সদস্য গণ আজ বৃহস্পতিবার সকালে নির্মাণাধীন রাস্তার ইটের খোয়া একাধিক স্থান হতে সংগ্রহ করে বুয়েটের ল্যাবরেটরীতে টেষ্টের জন্য প্রেরণ করেছে।
জেলা প্রশাসক দপ্তর সূত্রে জানা গেছে, লালমনিরহাট পৌরসভার অধীনে লালমনিরহাট জেলা শহরের লালমনিরহাট পৌরসভার অধীনে ৫টি গ্রুপের ১২ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ চলছে। গ্রুপের কাজ গুলো হচ্ছে বিডিআর গেট হতে টিন্ডটি হয়ে বটতলা, আলোরুপা মোড় হতে পলিটেকনিক , বড়মসজিদ হতে হাটখোলা কবরস্থান, শহিদ শাহাজান কলোনি হতে মুক্তিযোদ্ধা মোড় ও উপজেলা মোড় হতে থানা পাড়া ( আর্দশপাড়া) পর্যন্ত একালায় রাস্তা সম্প্রসারণ কাজ চলছে। কাজে নিম্নমানের ইটের খোয়া ও নিমার্ণ সামগ্রী ব্যয়ের অভিযোগ তুলে জনৈক সচেতন নাগরিক অভিযোগ দিয়েছে জেলা প্রশাসক বরাবরে।
এ ঘটনায় জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার নিম্নমানের কাজ খতিয়ে দেখতে তদন্ত টিম গঠন করে দিয়েছেন।
তদন্ত টিমের প্রধান করা হয়েছে সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল মোমেনকে। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী গণপুর্ত, নির্বাহী প্রকৌশলী এলজিইডি ও নির্বাহী প্রকৌশলী লালমনিরহাট পৌর সভা কে।
২১ নভেম্বর বৃহস্পতিবার তদন্ত টিমের সকল সদস্যের উপস্থিতিতে নির্মাণাধীন রাস্তার নির্মাণ সামগ্রী একাধিক স্থান হতে সংগ্রহ করা হয়েছে।
এসব সংগ্রহীত নির্মাণ সামগ্রী ও ইটের খোয়া বুয়েটের ল্যাবটরিতে টেস্ট করতে প্রেরণ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে তদন্ত টিম জেলা প্রশাসন কে রিপোর্ট জমা দিবেন।
এ ব্যাপারে লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আইয়ুব আলী জানান, ৫টি গ্রুপের দুইটির অনিয়ম ও নির্মাণ সামগ্রী নিম্নমানের অভিযোগ তুলে জনৈক সংবাদ কর্মী আবেদন করেছেন। তার প্রেক্ষিতে জেলা প্রশাসক তদন্ত করার নির্দেশ দিয়েছে। এ দুইটি গ্রুপের নিমার্ণ ব্যয় সাড়ে ৪ কোটি টাকা।

Discussion about this post