শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট থেকে:
লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজের মোকাদ্দেস নগরের বড়খাতায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, সবুজ (১৮) ও ফাহিম(১৯)। গুরুতর আহত শাহীন (২০) কে পথচারীরা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করিয়েছে।
জানা গেছে, আজ রবিবার বিকাল ৫ টায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের তিন জন আরোহী ছিল। জনৈক বৃদ্ধ আনোয়ার মেকার তার ভাঙ্গাচোরা মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বামপাশ হতে ডান পাশে চলে আসে। এসময় বিপরীত হতে দ্রুতগতিতে অন্য মোটরসাইকেলে তিনজন ছিল। তারা হঠাৎ একটি বৃদ্ধকে বামপাশে আসতে দেখে ডানপাশে চলে যায়। এসময় রাস্তার পাশে থাকা ওয়ালে ধাক্কা খেয়ে তিনজন পড়ে যায়। প্রচন্ড আঘাতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে দুই জন মারা যায়। নিহতদের পরিচয় পাওয়া গেছে । তারা পাশের জেলা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়নতাল ডাঙ্গারহাট গ্রামের দুলাল হোসেন ও একই গ্রামের আরাফ আলীর পুত্র। বড়খাতা হাইওয়ে পুলিশের এসআই ফরিদ, ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Discussion about this post