শেখ জাহাঙ্গীর আলম শাহীন , লালমনিরহাট।। ১১ মার্চ।।
লালমনিরহাট জেলা সদরে ফেরদৌস আহমেদ (৪০) নামের এক স্বেচ্ছা সেবক দলের নেতার লাশ মহেন্দ্রনগরে রাস্তার পাশে পড়েছিল। গ্রামবাসী পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আজ সোমবার (১১ মার্চ) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন গ্রামীণ সড়কের পাশে তার লাশ পড়েছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছে। মৃত ফেরদৌস সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের সভাপতি। সে ওই ইউনিয়নের আনন্দবাজার গ্রামের নুরুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ফেরদৌস গতকাল রোববার সকালে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা বলে বাড়ি থেকে বের হয়। একই দিন বিকেলের পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পেয়ে স্বজনরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে । এরইমধ্যে আজ সোমবার সকাল ৭টার দিকে তার লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন গ্রামের সাধারণ মানুষ।
ওসি ওমর ফারুক জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো বড় ধরণের আঘাতের চিহ্ন প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্যকোনো উপায়ে হত্যা করা হয়েছে। বিষয়টি ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১১,২০২৪//
প্রিন্ট করুন
Discussion about this post