শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট: লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে চার জন প্রার্থী কে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা নির্বাচন কমিশনের দপ্তর।গতকাল বুধবার (১৯ মার্চ) লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে যারা। তারা হলেন-বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন বাদল (চশমা), বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা (আনারস), স্বতন্ত্র প্রার্থী মোঃ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মমতাজ আলী (মোটর সাইকেল) এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সংরক্ষিত মহিলা আসনের প্রাক্তন এমপি এ্যাডভোকেট মোছাঃ সফুরা বেগম রুমি (কাপ-পিরিচ)। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার জানান, প্রত্যেক প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সেই সাথে প্রার্থীদের নির্বাচন আচরণ বিধিমালা বিষয়ক নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে ভোটার সংখ্যা ৬শ’ ২৪ জন। আগামী ৩ এপ্রিল সকাল ৯টা হইতে দুপুর ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানা গেছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post